গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। একই সাথে চলছে ভারতের আইপিএল। কদিন আগে পাকিস্তানের পেসার হাসান আলি বলেছেন দর্শকরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এখনকার মান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন । তার মতে, পিসিবির অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দিনকে দিন নিচের দিকে নামছে এই টুর্নামেন্টের অবস্থান। ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মধ্যে সেরা পাঁচে এই প্রতিযোগিতাকে রাখতে নারাজ দেশটির সাবেক অধিনায়ক। পাকিস্তান ক্রিকেটে মাঝেমধ্যেই আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা টানতে দেখা যায়। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে লতিফ বলেন, ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে তাদের লিগের তুলনার কোনো সুযোগই নেই। পাকিস্তানের জার্সিতে ৩৭ টেস্ট ও ১৬৬ ওয়ানডে খেলা লতিফের মতে, শুরুর কয়েকটি আসরে মাঠের ক্রিকেট থেকে শুরু করে সব বিভাগেই শীর্ষ পর্যায়ের ছিল পিএসএল। কিন্তু সময়ের সঙ্গে টুর্নামেন্টটির মান কেবল কমছেই। এর কিছু কারণও খুঁজে পেয়েছেন তিনি।
গত দুই বছরে, পিএসএলের গ্রাফ মান ও আর্থিক উভয় দিক থেকেই নিচে নেমেছে। পিএসএলের প্রথম চার বছর ছিল দুর্দান্ত। ভালো ক্রিকেট হতো। শীর্ষ খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল এবং প্রডাকশন ও সমপ্রচার ছিল উচ্চমানের। পতনের শুরু পঞ্চম আসর থেকে, সম্ভবত পিসিবির অস্থিতিশীলতার কারণে, অসংখ্য পিএসএল পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং লঙ্কান লিগের পুনরুত্থানের পাশাপাশি এসএ টি–টোয়েন্টি, এমএসএল এবং আইএলটিথটোয়েন্টির উত্থান আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। পিএসএল একসময় বিশ্বের দ্বিতীয় সেরা লিগ ছিল কিন্তু এখন ষষ্ঠ বা সপ্তম স্থানে নেমে গেছে।