পিআর পদ্ধতি চালু হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে

ফেনী ওয়েলফেয়ার সোসাইটির সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদই বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র কার্যকর সমাধান। এর আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতি চালু হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে, দুর্নীতিদলীয়করণএকচেটিয়াতন্ত্রের অবসান ঘটবে এবং গণতন্ত্র হবে টেকসই। এটি নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত করবে।

গতকাল সোমবার নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চট্টগ্রামে অবস্থানরত ফেনী জেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে প্রীতি সমাবেশ ও মিলনমেলার আয়োজন করেন ফেনী ওয়েলফেয়ার সোসাইটি। প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এ কে এম শামছুদ্দিন, ফেনীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, ডা. মো. ফখরুদ্দিন মানিক, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রাহক ও অংশীজনরা তুলে ধরলেন মতামত ও অভিযোগ
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে বিএনপি নেতা মিল্টন ভূঁইয়ার পক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান