বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নভেম্বরে গণভোট দিয়ে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। সারাদেশে গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার উঠেছে। এ জোয়ার নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। চট্টগ্রাম–১৫ আসন কমিটির উদ্যোগে নির্বাচন কমিটির সভায় গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমির অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলা নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
