বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন পার্লামেন্টে গুণগত পরিবর্তনের জন্য অপরিহার্য। এ পদ্ধতির মাধ্যমে সকল ভোটের সঠিক প্রতিফলন ঘটে, ছোট দল ও সংখ্যালঘুরাও প্রতিনিধিত্বের সুযোগ পায় এবং সমঝোতা–ভিত্তিক গণতন্ত্র চর্চা নিশ্চিত হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকলিয়া থানা বাছাইকৃত কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বাকলিয়া থানা আমীর সুলতান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি নুর আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল। তালিমুল কোরআন ক্লাস পরিচালনা করেন ক্বারী মাওলানা মুহাম্মদ এহসানুল হক। প্রেস বিজ্ঞপ্তি।