পিআর উপযোগী কিনা প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আসুন

কর্ণফুলীতে গোলটেবিল বৈঠকে অধ্যাপক নুরুল আমিন

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:০১ অপরাহ্ণ

পিআর এ দেশের জন্য উপযোগী কিনা প্রয়োজনে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে আলোচনা করার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।

গতকাল বুধবার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার একটি কমিউনিটি সেন্টারে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। সরকারকে এ পদ্ধতি গ্রহণ করতে হবে। সকল দল যেন সংসদে কথা বলার সুযোগ পায়। ফলে স্বৈরাচার সৃষ্টি হতে পারবে না। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচারের সৃষ্টি হওয়ার সুযোগ থেকে যাবে। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা হোক। এতেই জনগণের কল্যাণ হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির সুযোগ হবে। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম।জেলার সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আবু নাছেরের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, ১৬ আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া, জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হক্কানি, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনির আবছার চৌধুরী, নায়েবে আমীর মাহবুব আলী, অ্যাডভোকেট মোহাম্মদ হারুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআতুরার ডিপো থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভারতের জন্য ভিসা নিয়ম শিথিল করবে না যুক্তরাজ্য : স্টারমার