রাউজানে পা পিছলে পড়ে মেহেরুন্নেসা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আমির হোসেন দফাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেরুন্নেসা স্থানীয় মো. আলমগীরের মেয়ে এবং চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
চিকদাইর ইউনিয়নের সদস্য মো. হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে ওই ছাত্রী বসতঘর সংলগ্ন পাইপের গোড়ায় পা পিছলে আছড়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












