পা পিছলে পড়ে যাওয়ারপর বাস চাপা

লালখান বাজারে নারীর মৃত্যু মায়ের জন্য কেনা ওষুধ মায়ের হাতে দেওয়া হলো না

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

নগরে বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রিয়া মজুমদার (২৫)। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লালখান বাজার ইস্পাহানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া কোতোয়ালী থানার জামালখান সিঁড়ির গোড়ার শিবু মজুমদারের মেয়ে। দুই বোনের সবার ছোট রিয়া গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নম্বর বাস (চট্টমেট্রো ছ ১১১৬১৫) থেকে লালখান বাজার মোড়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান রিয়া। তখন পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ২ নম্বর বাস (চট্টমেট্রো জ ১১১৪১৬) তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনেন রিয়া। অফিস শেষে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছিলেন, যেন সময়মতো মায়ের হাতে পৌঁছে দিতে পারেন। কিন্তু সেই ওষুধ পৌঁছে দেওয়ার আগেই বাস চাপায় পিষ্ট হন তিনি।

কোতোয়ালী থানার এসআই আসাদুজ্জামান আজাদীকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম সাংবাদিকদের জানান, শহীদ সাইফুদ্দীন খালেদ সড়কের মুখে দ্য অ্যাভিনিউ হোটেলের সামনে বাস চাপায় ওই নারী মারা যান। মৃত্যুর পর নারীর ব্যাগ তল্লাশি করে একটি পরিচয়পত্র পাওয়া যায়। তাতে গোল্ডস্যান্ডস নামে প্রতিষ্ঠানটির এঙিকিউটিভ পদে চাকরি করেন লেখা আছে।

গোল্ডস্যান্ডসের এক কর্মকর্তা জানিয়েছেন, গোল্ডস্যান্ডসের অফিস খুলশী এলাকায়। সাড়ে ৭টার দিকে রিয়া অফিস থেকে বের হয়েছেন। গত জানুয়ারি মাসে তার চাকরি হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সব কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, ব্যাপক প্রস্তুতি
পরবর্তী নিবন্ধমিটেনি শিপিং এজেন্ট ও বার্থ অপারেটরদের বিরোধ