পায়ে হেঁটে যাবেন ৬৪ জেলায়, কক্সবাজার থেকে যাত্রা শুরু ইউসুফের

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে ৬৪ জেলার উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন তিনি।

শিক্ষার্থী ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে। পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে ইউসুফ ইকবাল জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতেই ৫৫ দিনের এ পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরুর পর প্রতিদিন গড়ে প্রায় ১০ ঘণ্টা হেঁটে আগামী ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছাবেন বলে তিনি আশা করছেন। এর আগে ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ীতে হেঁটে আসেন ইউসুফ। এছাড়া নিজেকে ফিট রাখতে দিনে প্রায় ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক। তিনি আরও জানান, কক্সবাজার হয়ে প্রথমে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলা হয়ে সারাদেশ ভ্রমণ করবেন তিনি

পূর্ববর্তী নিবন্ধতিন বছর অনাবাদী রাখায় খাস করা হলো তিন একর জমি
পরবর্তী নিবন্ধবাসে পাওয়া গেল সজারু ও লজ্জাবতী বানর