পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের আওতায় রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য পাহাড় কাটার সময় ধসে পড়া মাটি চাপায় একজন নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল নগরীর আকবর শাহ থানায় মামলাটি করেন নিহত মজিবুর রহমান ওরফে খোকার (৪৫) স্ত্রী হাসিনা বেগম।

আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর জানান, মামলাটি তদন্ত সাপেক্ষে কাউকে দোষী পাওয়া গেলে তখন কাউকে আসামি করার বিষয়টি সামনে আসবে। এ ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনও বিবেচনায় নেওয়ার কথা জানান তিনি। খবর বিডিনিউজের।

বেলতলী ঘোনা এলাকার ফারুক চৌধুরী মাঠ সংলগ্ন অংশে শুক্রবার বিকালে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের রিটেইনিং ওয়াল তৈরির কাজের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে খোকা নিহত হওয়া ছাড়াও আরও তিনজন আহত হন। হতাহতরা সবাই মিস্ত্রি ও শ্রমিক। নিহত ব্যক্তির বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খুরুমখালীতে। পাহাড় ধসে হতাহতের ঘটনায় জেলা প্রশাসনের সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধসরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে ফখরুলকে কাদের
পরবর্তী নিবন্ধমার্কিনী গণতন্ত্রের সমালোচনায় জয়