রাঙামাটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সরে যেতে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে মাইকিং করে এবং নিরাপদ স্থানে সরে যেতে লোকজনকে অনুরোধ জানান। এদিকে জেলায় দেশের অন্যান্য স্থানের ন্যায় ভারী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। জেলা শহরের রূপ নগর, শিমুলতলী, পশ্চিম মুসলিম পাড়াসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় কয়েক হাজার বসতি রয়েছে।












