পাহাড় থেকে সরে যেতে মাইকিং

খোলা হয়েছে ১৫ আশ্রয়কেন্দ্র

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:০৩ পূর্বাহ্ণ

নগরীতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় সাধারণ জানমাল রক্ষার্থে বিভিন্ন পাহাড়ি এলাকায় আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি পাহাড় থেকে নিরাপদে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনায় নগরীর সংশ্লিষ্ট সার্কেলগুলোর সহকারী কমিশনারগণ এসব কার্যক্রম পরিচালনা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে কাট্টলী সার্কেলের অধীন পাহাড়তলী, ফয়’স লেক, আকবর শাহ, কৈবল্যধাম, খুলশী, জালালাবাদ ও চন্দ্রনগর পাহাড়ি এলাকার জন্য বি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয়, বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা, পাহাড়তলি গার্লস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ ও খুলশী জালালাবাদ বাজার শেডে ৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগ্রাবাদ সার্কেলের অধীন লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ নগর উচ্চ বিদ্যালয়, ওয়াই ডব্লিউসিএ, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় ও মতিঝর্ণা ইউসেপ স্কুল। চান্দগাঁও ও বাকলিয়া সার্কেলের অধীন রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবাদ উল্লাহ পণ্ডিত প্রাথমিক বিদ্যালয়, কলিম উল্লাহ মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা টার্মিনাল অপারেট করতে চায় সৌদি কোম্পানি
পরবর্তী নিবন্ধচালকদের ডোপ টেস্ট করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর