পাহাড় থেকে আসছে গরু

রাঙামাটি ও কাপ্তাই

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

কোরবানির ঈদকে সামনে রেখে পাহাড় থেকে প্রতিদিন বিপুল পরিমাণে গরু আসছে সমতলে। বিশেষ করে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল ইত্যাদি উপজেলা থেকে নৌকা ভর্তি করে পাহাড়ি গরু আসছে লোকালয়ে। কাপ্তাই জেটিঘাট এবং রাঙ্গামাটির ফিশারি ঘাট এলাকা দিয়ে এসব গরু নৌকা থেকে নামানো হয়।
গরু ব্যবসায়ী মো. সৈয়দ আলী জানান, তিনি তিনটি নৌকায় করে ৩০টি পাহাড়ি গরু এনেছেন। এসব গরু ট্রাক এবং চাঁদের গাড়ি করে চট্টগ্রাম নেওয়া হবে। শহরে অনেক পরিবার ছোট ও মাঝারি সাইজের গরু কোরবানির জন্য খোঁজেন। তাদের উদ্দেশ্যেই এসব গরু নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
আরেক ব্যবসায়ী আবুল কালাম জানান, তিনি প্রতি বছর কোরবানির সময় গরু বেচাকেনা করেন। তিনি ঈদের ২/৩ মাস আগে পাহাড়ি এলাকায় গরু কেনার জন্য আগাম বুকিং দিয়ে যান। ঈদ কাছাকাছি হলে গরু কিনে নেন। বেশিরভাগ মানুষ লাল গরু পছন্দ করে। তাই তিনি সব সময় লাল রঙের গরু কেনার চেষ্টা করেন। লাল গরু দামও একটু বেশি পাওয়া যায় বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমূল সড়কের সাথে দুই পাশের উচ্চতার পার্থক্য, ঝুঁকি