পাহাড় কেটে কাউন্সিলরের গরুর খামার, ভাঙল প্রশাসন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পাহাড়ের খাড়া ঢালু অংশের সাথে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা একটি গরুর খামার ভেঙে ফেলা হয় এবং কাজ বন্ধ করে দেওয়া হয়।

গতকাল সকাল ১১টায় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আজাদীকে তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটির পেছনে পাহাড়ের খাড়া ঢালু অংশের সাথে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় খামার নির্মাণ করছিল একটি চক্র। কাজ করার সময় বা পরবর্তীতে যে কোন সময় পাহাড় ধসে ও দেয়াল ভেঙে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। অভিযানের খবর পেয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিম ছুটে এসে তিনি গরুর খামার নির্মাণ করছেন বলে জানান। এক পর্যায়ে দেয়াল ও স্থাপনার কাঠামো ভেঙে ফেলা হয় এবং কাজ বন্ধ করে দেয়া হয়।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে আগেও আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। অনেককেই জেল প্রদান ও অর্থদণ্ড করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযানটি চালানো হয় এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। জায়গার মালিকসহ স্থাপনা নির্মাণের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইন অনুযায়ী নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই অভিযানপূর্বক জেল জরিমানাসহ অনেককেই শাস্তি প্রদান করা হয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে পাহাড় কাটার সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অনেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা অনুযায়ী পরিবেশ আইনে ও নিয়মিত মামলা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী লেগুনার পেছনে বাসের ধাক্কা, নারী নিহত
পরবর্তী নিবন্ধইউএসটিসির সমাবর্তন ৩ মে