পাহাড় কেটে ইট তৈরি, লাখ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় পাহাড় কাটার অপরাধে এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার এওচিয়ার ছনখোলা এলাকায় পাহাড় কাটায় এসব জরিমানা করা হয়। এছাড়া ৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ২টি মোটরসাইকেল চালককে রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এওচিয়ার ছনখোলা এলাকায় একটি ইটভাটার মালিক পাহাড় কেটে ইট তৈরির কাজে ব্যবহার করছিল। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী গতকাল সেখানে অভিযান চালান। এ সময় পাহাড় কাটার অপরাধে মো. আবদুর রহিম নামের একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুলতলা বাজারে ৩টি অটোরিকশা চালক ও ২টি মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন থানার সমন্বিত অভিযান, একদিনেই গ্রেপ্তার ৫২ আসামি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা