পাহাড় কাটা পরিদর্শনে গেলে বাধা, কাউন্সিলরসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৪:৩৮ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা) বাধা দেওয়া হয় এমন অভিযোগে দায়ের করা মামলায় ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অন্যান্য আসামিরা হলেন, বিল্লাল হোসেন, আবু নোমান, সাইফুদ্দিন ভূঁইয়া, আনিছ চৌধুরী ও মো. শাকিল। গত সোমবার আকবরশাহ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জাহেদ উল্লাহ জামান এ চার্জশিট দাখিল করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্র জানায়, গত ২৬ জানুয়ারি এ সংক্রান্ত মামলাটি করেন বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। মামলার এজাহারে বলা হয়, পাহাড় কাটা পরিদর্শনে গেলে বেলার টিমকে বাধা দেওয়া হয় ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন করা হয়। টিমের ভাড়া করা গাড়িও আটকে দেওয়া হয় এবং গাড়ি ছাড়া হবে না বলে হুমকি দেওয়া হয়। পরে গাড়িটি উদ্ধার করে পুলিশ। এজহারে বলা হয়, পরিদর্শন টিমকে উদ্দেশ্য করে ইটও ছোড়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে শ্বাসকষ্ট নিয়ে হেফজখানার ৪ ছাত্রী হাসপাতালে
পরবর্তী নিবন্ধকোটি টাকা বকেয়া বিল পরিশোধের জটিলতা কাটল চমেক হাসপাতালের