পাহাড় কাটায় ১ জনকে কারাদণ্ড

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচারের সময় ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। তার নাম মোহাম্মদ বোরহান (৩১)। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পটিয়াচন্দনাইশ সীমান্তের পূর্ব এলাহাবাদ এলাকায় রাতের অন্ধকারে পাহাড়ের মাটি কেটে পাচার করার সংবাদ গোপন সূত্রে পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক অভিযান পরিচালনা করেন। এসময় পাহাড়ের মাটি কেটে ট্রাকে করে পাচারের সময় মো. বোরহান নামে এক ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

পূর্ববর্তী নিবন্ধকালা মিয়া
পরবর্তী নিবন্ধমালিপাড়ায় ১১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১