নগরের ফয়’স লেক সংলগ্ন লেক ভিউ হাউজিং (লাল পাহাড়) এলাকায় পাহাড় কাটার দায়ে এক নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন মীরসরাইয়ের নিলিমা রানী মালাকার, পাহাড়তলীর ফয়জুল্লাহ, আকবর শাহ এলাকার মো. লিটন ও নোয়াখালীর মো. সৌরভ। এর মধ্যে ফয়জুল্লাহ ও লিটনকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার একটি টিম গঠনস্থল পরিদর্শন করে। এ সময় দুই শ্রমিককে পাহাড় কাটা অবস্থায় পাওয়া যায়। শ্রমিকরা জানায়, লেক ভিউ হাউজিং এর কেয়ারটেকার ফয়জুল্লাহ এর নেতৃত্বে পাহাড় কাটা হচ্ছে।
এদিকে পরিদর্শনের সময় প্রায় দেড় হাজার ঘনফুট পাহাড় কাটার সত্যতা পাওয়ায় শুনানির জন্য নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। গতকাল অনুষ্ঠিত শুনানিতে লিটন ও ফয়জুল্লাহ অংশ নেন। তাদের উপস্থাপিত দলিলাদী পর্যালোচনা করে দেখা যায়, যেখানে কাটা হয়েছে তার মালিক নিলিমা রানী মালাকার। সার্বিক বিবেচনা করে শুনানিতে মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস নিয়মিত মামলা করার আদেশ দেন। এর প্রেক্ষিতে শুনানিতে অংশ নেয়া দুইজনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।