পাহাড় কাটায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা অর্থদণ্ড

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

অনুমোদন ছাড়া বান্দরবানে পাহাড় কাটায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. জমির উদ্দিন শুনানি শেষে এ দণ্ড প্রদান করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি পাহাড়ের মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্যের ক্ষতি করছিল। সে কারণে প্রতিষ্ঠানটির প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়। খবর বিডিনিউজের।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোয়ান্টাম ফাউন্ডেশন লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের কাজ করছিল। সেখানে তাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের বান্দরবানের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ছয় হাজার ঘনফুটের মত পাহাড় কেটেছে। গত ২৮ মার্চ পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। পরে কয়েকবার ওই এলাকা পরিদর্শন করা হয়। তিনি বলেন, বুধবার চূড়ান্ত শুনানি শেষে অনুমোদন ছাড়াই পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

শুনানিতে উপস্থিত থাকা কোয়ান্টাম ফাউন্ডেশনের স্থানীয় সংগঠক মামুন হাসান খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বান্দরবান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ভবন থেকে পড়ল ব্যবসায়ীর ‘নিথর দেহ’
পরবর্তী নিবন্ধনগর পুলিশের তিন থানায় ওসি পদে রদবদল