নগরীর বায়েজিদের আরেফিন নগর এলাকায় পাহাড় কাটার অভিযোগে দায়ের করা একটি মামলায় জালালাবাদ তালীমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ তৈয়্যবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এ আদেশ দেন।
এর আগে উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মনু শর্মা আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, আরেফিন নগরে পাহাড় কেটে ঘর বাড়ি বানিয়ে লোকজন বসবাস করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। তালীমুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষ-ই এর জন্য দায়ী।
এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর অধ্যক্ষ তৈয়্যব ছাড়াও তালীমুল কোরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদসহ বেশ কয়েকজনকে আসামি করে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করা হয়।