পাহাড় কাটার দায়ে বান্দরবানে এক ব্যক্তিকে জরিমানা

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জেলা শহরের বনরুপা পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরা মনি।

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সংরক্ষণ আইনে, বান্দরবান সদর উপজেলার বনরূপা পাড়া এলাকায় অবৈধ মাটি কাটা বালি উত্তোলন ও পরিবহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যক্তিকে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান পরিবেশ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ রক্ষায় পাহাড় কর্তন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মাটি ও বালি বহনকারী ট্রাক, পৌর এলাকার অভ্যন্তরে সড়ক ব্যবহার করে পরিবহন না করার বিষয়ে চালকদেরকে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভেঙে যাওয়া গ্রাম্যসেতু নির্মাণ করে দিল জামায়াত
পরবর্তী নিবন্ধ২৯ আগস্ট লিও ক্লাব অব চিটাগাং এর সুবর্ণজয়ন্তী