পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে নির্বিচারে পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের শীর্ষ শিল্পগ্রুপ এস আলম গ্রুপকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার নগরীর খুলশীস্থ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে এস আলম গ্রুপের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো জাহেদুল ইসলামকে পরিবেশগত এ ক্ষতিপূরণের (জরিমানা) আদেশ দেন মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী। জরিমানার টাকা ৭ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি দৈনিক আজাদীতে ‘কাটা হচ্ছে গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড়; জানে না পরিবেশ অধিদপ্তর’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, ‘নগরীর আসকারদীঘি পাড়ের গ্রিন্ডলেজ ব্যাংকের পাহাড় হিসেবে খ্যাত পাহাড়টি কেটে স্থাপনা নির্মাণের কাজ করছিল এস আলম গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। পাহাড় কাটার অভিযোগ পেয়ে আমরা পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। এসময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে আমরা নোটিশ করেছিলাম। আমরা পরিদর্শন করে ১২ হাজার ঘনফুট পাহাড় কাটার সত্যতা পাই। রোববার নির্ধারিত দিনে শুনানি শেষে তাদের ১২ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।’