বান্দরবানে সেনা কল্যাণ ট্রাস্ট ও সিকদার গ্রুপের পাঁচ তারকা হোটেল ও পর্যটন স্থাপনা নির্মাণের নামে চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের ভূমি বেদখলের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল সোমবার পৌর শহরের মুক্তমঞ্চে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ছাত্র সমাজ ও নাগরিকবৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটন উন্নয়ন্নের নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়েকে বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে পাহাড় ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় সুরক্ষায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করা হয়।
বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ক্দ্েরীয় সভাপতি নিঅং মারমার সভাপতিত্বে সমাবেশে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টও হিল উইমেন্স ফেডারেশন সংহতি প্রকাশ করে। সমাবেশের আগে পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়।