আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন, পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করে কেউ রেহাই পাবে না। দ্রুত অস্ত্র পরিহার করা না হলে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালিয়ে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাঙামাটি জেলা আওয়ামী লীগের দিনব্যাপী তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটে তৃণমূলের প্রতিনিধি সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ। সম্মেলনে রাঙামাটির ১০ উপজলার ৫০ টি ইউনিয়ন তৃণমূল প্রতিনিধিরা অংশ নেন। সভায় আগামী ২৪ মে রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা দেয়া হয়।