পাহাড়ে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে আহত ৩

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীর জঙ্গল পুঁইছড়ি এলাকায় গতকাল সোমবার পাহাড়ে মাটি কাটার সময় মাটি চাপা পড়ে ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহতদের গোপনে চিকিৎসা দেয়া হয় বলে জানা যায়। জানা যায়- জঙ্গল পুঁইছড়ির এলাকার পাহাড় এক সময় মৃত গোপাল দেবের ছিল, পরে সেই পাহাড় ইসমাঈল, নজরুলসহ অন্যরা কিনে নেয়। এরপর এ পাহাড় থেকে মাটি বিক্রি শুরু হয়। গতকাল সকালে এ স্থানে মাটি কাটতে গেলে হঠাৎ পাহাড় ধসে শ্রমিকদের উপর পড়ে। এ সময় পাশে বসে মোবাইল দেখা এক লোকও আহত হয়। মাটি কাটতে পেকুয়া ও চকরিয়া থেকে উক্ত শ্রমিকদের আনা হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। যারা এ পাহাড়ি মাটি কাটাচ্ছে তারা লোকগুলোকে উদ্ধার করে গোপনে চিকিৎসা করছে বলে জানা যায়। তারা আরো জানান, এখানকার লোকজন পাহাড় কাটার কাজ করে না। তাই অপরিচিত লোক এনে এ কাজগুলো করিয়ে নেন তারা। পুঁইছড়ি ইউনিয়নের ইউপি সদস্য মো: শের আলী বলেন, এ পাহাড় থেকে আগে মাটি কাটতে গিয়ে প্রশাসন জরিমানা করেছিল। এখন মো. ইসমাঈল ও নজরুল ইসলাম রাস্তা খারাপ হওয়ায় কিছু মাটি কেটে সড়কে দিচ্ছে বলে তিনি জানান। বাঁশখালীর পুঁইছড়ি ছাড়াও বৈলছড়ি, কালীপুর,সাধনপুর এলাকায় প্রশাসনের অগোচরে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, যেখানে পাহাড় কাটা ও অবৈধভাবে বালি উত্তোলনের খবর পাই, সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা ও মালামাল জব্দ করা হচ্ছে। আমাদের অগোচরে করলে অনেক সময় সেই তথ্য আমরা পাই না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সর্বোচ্চ সংক্রমণ হার
পরবর্তী নিবন্ধলকডাউন : পার্সেল ট্রেনও বন্ধ