পাহাড়ে টিলা কেটে পুকুর!

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার পশ্চিমে ফরহাদাবাদ ও মির্জাপুর ইউনিয়নের সীমানাস্থল ছোট কাঞ্চনপুর দুর্গম পাহাড়ি টিলা ভূমি কেটে পুকুর খনন করেছে একটি চক্র। ড্রেজার দিয়ে ওই এলাকায় বালু উত্তোলন করে দুই একর আয়তনের পুকুর খনন করা হচ্ছে। উপজেলা প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে গতকাল রবিবার অভিযান পরিচালনা করে ড্রেজারের ইঞ্জিন ও পাইপ আগুনে ধ্বংস করে দেয়।
ইউএনও রুহুল আমিন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি ছোট কাঞ্চনপুর এলাকায় একটি চক্র ড্রেজার দিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড়ি টিলা ভূমিতে পুকুর খনন করছে।
অভিযানে গিয়ে গাড়ি থেকে নেমে প্রায় ৪০ মিনিট দুর্গম পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছে দেখি টিলা ভূমি খনন করে প্রায় দুই একর আয়তনের একটি পুকুর খনন করা হচ্ছে। পরে ড্রেজারের ইঞ্জিন ও পাইপ আগুনে ধ্বংস করা হলেও ঘটনার সাথে জড়িতদের কাউকে পাওয়া যায়নি।’ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি। উপস্থিত লোকজনের কাছে চক্রটির পরিচয় জানতে চাইলে তারা কেউ মুখ খুলেনি বলেও জানান ইউএনও রুহুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধআদালতে চান্দগাঁওয়ে জোড়া খুনের আসামি ফারুকের জবানবন্দি
পরবর্তী নিবন্ধবিএনপিতে মনোনয়ন নিয়ে নবীন-প্রবীণের লড়াই, মাঠে জাপার একক প্রার্থী