পাহাড়ে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার জেলা বান্দরবানের পাসের হার যেমন কমেছে তেমনি কমেছে জিপিএ ৫ এর হারও। চলতি বছরের পাসের হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬৬ শতাংশ। গেল বছরের জেলা বান্দরবানে এইচএসসি পরিক্ষার পাসের হার ছিল ৫৯ দশমিক ৬৮ শতাংশ। যা গত বছরের তুলনার চেয়ে চলতি বছরের এইচএসসি পরিক্ষা পাসের হার কমেছে দিগুণ। একই সাথে জিপিএ৫ ফলাফলের চিত্রও একই। এতে পাহাড়ের শিক্ষারমান দুর্বল হয়ে পড়ায় দিনের পর দিন উত্তীর্ণ ও সিজিপিএ কমেই চলেছে। ফলে শিক্ষার ব্যবস্থার অন্ধকার দিকে এগোচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। জেলা শিক্ষা তথ্যনুসারে, বান্দরবান জেলায় কলেজ, মাদ্রাসা আলিম ও টেকনিক্যাল ভিত্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) মোট পরিক্ষার্থী সংখ্যা ছিল ৪ হাজার ৭১ জন। এবারে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৩৩ জন জিপিএ পেয়েছে ৯৪ জন ও অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৪৫৯ জন। যা চলতি বছরের পাশের হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬৬ শতাংশ। গেল বছর চেয়ে চলতি বছরের পাশের হার কমেছে ২২ দশমিক ০২ শতাংশ গেল বছর ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাশের হার ছিল ৫৯ দশমিক ৬৮ শতাংশ, জিপিএ৫ ছিল ১৭৭ জন ও অকৃতকার্য ছিল ৪০ দশমিক ৩২ শতাংশ।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে এইচএসসি/সমমান পরীক্ষায় ফল বিপর্যয় হয়েছে। জেলার নয়টি উপজেলায় গড়ে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৫.১৯ শতাংশ। গত বছরের তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কমেছ।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানায়, খাগড়াছড়ি সদর উপজেলাতে পাসের হার ৩৩ দশমিক ৪৪ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থা মহালছড়িতে, সেখানে মাত্র ১৭ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে সবচেয়ে ভালো ফল করেছে মাটিরাঙা উপজেলা, যেখানে পাসের হার ৪৪ দশমিক ৪২ শতাংশ। সাত একশ উনিশ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫০৬ জন। জিপিএ ফাইভ পেয়েছে মাত্র ২৫ জন। এর মধ্যে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পয়েছেন সর্বোচ্চ ১১ জন। খাগড়াছড়ি সরকারি কলেজে মোট অকতৃকার্য হয়েছে ৭শ ৯১ জন পাশ করেছে ৪শ৪৭। তবে কলেজের তুলনায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় ফলাফল ভালো হয়েছে। মাদ্রাসা শাখায় মোট ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ জন (পাসের হার ৮০ দশমিক ৮৩ শতাংশ)। কারিগরি শিক্ষায় পাসের হার ৬০ শতাংশ।মাদ্রাসা থেকে জিপিএ৫ পেয়েছেন ৪ জন।

রাঙামাটি প্রতিনিধি জানান, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) পার্বত্য জেলা রাঙামাটিতেও পাসের হার হ্রাস পেয়েছে। এবার রাঙামাটি জেলায় এইচএসসির পাসের ৪১ দশমিক ৩৩ শতাংশ। জেলার ৯টি উপজেলার ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কেবল ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ৫ পেয়েছেন ৩৯ জন।একমাত্র কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাঙামাটি জেলার মধ্যে রাঙামাটি সরকারি কলেজে পাসের হার ৪১ দশমিক ৫৭ শতাংশ। ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০৯ জন। এরমধ্যে জিপিএ৫ পেয়েছেন ১৭ জন।

পূর্ববর্তী নিবন্ধফের ৫০ হাজার টাকা জরিমানা গুনল কর্ণফুলীর হাক্কানী কারাখানা
পরবর্তী নিবন্ধঅবরোধের হুঁশিয়ারির মধ্যে রাঙামাটিতে ভূমি কমিশনের সভা স্থগিত