পাহাড়ে অশান্তির বীজ বপন করেছিলেন জিয়া

রাঙামাটিতে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় হানিফ

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৭:০৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, “পাহাড়ে অশান্তির বীজ বপন করেছিলেন জিয়াউর রহমান। তখন থেকে অশান্তি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।”

তিনি বলেন, “পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করে কেউ রেহাই পাবে না। পর্যটন শহর হিসাবে রাঙামাটির অনেক উন্নয়ন হওয়ার কথা কিন্তু অস্ত্রধারীদের কারণে সেটি হচ্ছে না।”

পাহাড়ে বিভিন্ন সংগঠনের নামে যারা অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, খুন ও চাঁদাবাজি করছে তাদের অস্ত্রের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের দিনব্যাপী তৃণমূল প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের সাথে শান্তিচুক্তি করে আবার পকেটে অস্ত্র রেখে দিয়ে সরকারের সাথে ধোকা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন হানিফ।

‘গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ে’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইন্সটিটিউটে দিনব্যাপী এ তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, “দ্রুত অস্ত্র পরিহার করা না হলে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালিয়ে সন্ত্রাসীদের নিশ্চিন্ন করা হবে।”

প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সম্মেলনে রাঙামাটির ১০ উপজেলার ৫০টি ইউনিয়নের তৃণমূল প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তৃণমূল প্রতিনিধি সভায় আগামী ২৪ মে রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরবেন সাকিব (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে