পাহাড়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী

নানিয়ারচরে মন্দির পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ৭:৫৮ অপরাহ্ণ

“পাহাড়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বর্তমান সরকারের আমলে পাহাড়ের সকল ধর্মের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে মিলে-মিশে উৎসব পালন করে থাকে।”

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুরে নানিয়ারচরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্দির পরিদর্শনের সময় নানিয়ারচর মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাদের।

সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে মহাঅষ্টমীতে মন্দির পরিদর্শনকালে তিনি আরো বলেন, “সকল সম্প্রদায়ের মানুষ উৎসবগুলোতে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করে থাকেন।”

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, ওসি মো. সাব্বির রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা বাবুল কর্মকার, নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু অশোক তালুকদার, নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরীক্ষিত দেবনাথ, নারায়ণ সাহা, প্রিয়তোষ দত্ত, জুয়েল বড়ুয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্র দাশ রিপন প্রমুখ।

মন্দির পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ‘আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা’ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রিয় রাঙামাটি নানিয়ারচর উপজেলা শাখার পক্ষ থেকে ৩ দিনব্যাপী পানীয় ও মাস্ক বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রিয় রাঙামাটি নানিয়ারচর উপজেলা ইউনিটের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত এক
পরবর্তী নিবন্ধশিশুদের পরীক্ষামূলক কোভিড টিকা কাল থেকে