বান্দরবানে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের ৪২ বছর পূর্তিতে জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নে পাহাড়ের পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠিত ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের ৪২ বছর পূর্তিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, পাহাড়ের মানুষেরা শিক্ষা ক্ষেত্রে আগের চেয়ে এগিয়েছে। পাহাড়ের আনাচে-কানাচে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। পাহাড়ের শিক্ষার্থীরা এখন পাহাড়ে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজে লেখাপড়া করছে। বর্তমান সরকার পাহাড়ের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলোর মানুষের জীবনযাপন। পাহাড়ের দুর্গম প্রত্যন্ত গ্রামগুলোর শিক্ষার্থীরাও পাচ্ছে লেখাপড়ার সুযোগ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য চিংইউং ম্রো, লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সূয়ালক ইউপি উক্যনু মারমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।












