সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিয়ম না মেনে সড়কের পিচের কাজে ব্যবহার করা কালো তেল তৈরির অভিযোগে কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরী পাড়া (ইয়াসিন নগর) এলাকার জনবসতি সংলগ্ন পাহাড়ের পাদদেশে গড়ে উঠা এস এস ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, কারখানাটি পরিচালনায় যেসব শর্ত মেনে পরিবেশের ছাড়পত্র নিয়েছিল তার কোনো শর্ত মানেনি প্রতিষ্ঠানটি। ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে দুয়েকদিনের মধ্যে শুনানির জন্য নোটিশ প্রদান করা হবে। শুনানিতে জরিমানার পাশাপাশি শর্ত ভঙ্গের দায়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, নিয়ম না মেনে টায়ার পোড়ানোয় কারখানাটিকে এর আগেও জরিমানার পাশাপাশি সিলগালা করে দেয়া হয়েছিল। অভিযান পরবর্তী কিছুদিন বন্ধ রাখার পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুনরায় রাতের আঁধারে টায়ার পোড়ানোর কাজ শুরু করেন তারা।