পাহাড়ের নিভৃত কোণে অঙ্গনের হেলথ ক্যাম্প

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

বান্দরবানের আলিকদম উপজেলার গহীন পাহাড়ি জনপদ মংলা পাড়া। যাতায়াতের সীমাবদ্ধতা, আধুনিক সুযোগসুবিধার অনুপস্থিতি আর স্বাস্থ্যসেবার অভাব যেন এখানে বাস্তবতার এক দীর্ঘ ছায়া। এই নির্জন জনপদে সামাজিক সংগঠন ‘অঙ্গন’ আয়োজন করেছে ব্যতিক্রমী এক স্বাস্থ্য ক্যাম্প। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই সংগঠনটির এই প্রয়াস।

মংলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাতামুহুরি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মিলিত মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ স্বাস্থ্য ক্যাম্পে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নানা তথ্যও জানতে পারে। চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল। তারা শিশুদের বিভিন্ন সাধারণ রোগ চিহ্নিত করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। এ ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জন্য ছিল একটি বোধনমূলক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার, যেখানে পরিষ্কারপরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, কিশোরী স্বাস্থ্য, সুষম খাদ্য, ব্যায়ামের প্রয়োজনীয়তা এবং সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ে আলোকপাত করেন চিকিৎসকেরা।

আলিকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসাইনুর রহমান সৌরভ জানান, অঙ্গনের মতো সংগঠনগুলো যদি সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে, তাহলে পাহাড়ি অঞ্চলগুলোর স্বাস্থ্যচিত্র দ্রুত উন্নত হবে।

মাতামুহুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোমেন বলেন, এই দুর্গম এলাকায় শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য অঙ্গনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

অঙ্গনের নির্বাহী পরিষদের সহসভাপতি সামিউল হক সাফি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমরা এ ধরনের ক্যাম্প ও সেমিনারের আয়োজন করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচির উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে আমাদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক যুবফ্রন্ট মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের প্রস্তুতি সভা