পাহাড়ি ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় পাহাড়ি ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান জেলার তরুণ সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাহাড়ের ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেয়।ছাত্র সমাজের প্রতিনিধি অংচিংউ মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন থোয়াই অং মারমা, উবাথোয়াই, বিটন তঞ্চঙ্গ্যা, সুরেজ ত্রিপুরা ও থোয়াই ক্যজাই চাক প্রমুখ। মানবন্ধনে অংচিংউ মারমা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর পানির একমাত্র উৎস স্থল হলো পাহাড়ি ঝিরি ঝরনা।
অথচ কিছু অসাধু ব্যবসায়ীরা রাবার বাগানের নামে ত্রিপুরাদের ভূমি জবর দখল করেছে। পাহাড়িদের তাড়ানোর জন্য পরিকল্পিতভাবে ঝিরিতে কীটনাশক ছিটিয়েছে। কারণ পানি ব্যবহার করতে না পারলে টিকে থাকতে পারবেনা।
পাহাড়ি ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে আমাদের এই মানববন্ধন। আমরা এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি ।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের কর্মশালা
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গায় ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব