পাহাড়িয়া

অপু বড়ুয়া | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

ওরা পাহাড়িয়া পাহাড়েই থাকে

পাহাড়েই করে চাষ

বাঁশচাঁচে গড়া ছোটে ছোটো ঘরে

বাস করে বারোমাস।

 

ঝরনার জলে পিপাসা মেটায়

ঝরনায় করে স্নান

সুখেদুখে ওরা মিলেমিশে থাকে

আনন্দে গায় গান।

 

চাকমা মারমা চাক সাঁওতাল

ওরা সব আদিবাসী

পাহাড়িয়া ওরা পাহাড় মাতায়

ওদের শিশুর হাসি।

পূর্ববর্তী নিবন্ধকন্ঠে তোমার গান
পরবর্তী নিবন্ধচিরচেনা রূপ