পাহাড়িকার ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম রেলরুটের বারইয়াহাট এলাকায় পাহাড়িকা ট্রেনের ধাক্কায় ব্যাংকের কর্মচারি বাবুল হোসেন (৫২) মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেল রুটের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লভপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। সে চাকরীর কারণে হালিশহর মইন্যাপাড়া রাস্তার মাথা এলাকায় বাসা ভাড়া করে থাকতো। সে চট্টগ্রামে একটি বেসরকারী ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিল। প্রত্যক্ষদর্শী সবুজ জানান, ঘটনার সময় সে রেল লাইনের পূর্ব অংশে দাঁড়িয়ে ছিল। এসময় ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম গামী দ্রুতগামি পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় মোবাইলের দোকানে চুরি গ্রেপ্তার ৪