পাহাড়তলী হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস করার দাবি

হজযাত্রী কল্যাণ পরিষদের মানববন্ধন

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

হজযাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে পাহাড়তলী হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস করার দাবিতে গতকাল শনিবার নগরীর স্টেশন রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, হজ্বযাত্রী কল্যাণ পরিষদের জোরালো যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্তকে অবিলম্বে বাস্তবায়ন করা চট্টগ্রাম বিভাগীয় হজ্ব যাত্রীদের প্রাণের দাবি। এতে বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম, প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, সালেহ আহমেদ সুলেমান, অধ্যাপক শাহাদৎ হোসাইন, মুহাম্মদ ইদ্রিছ , আবু মোহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ শরীফ, কাজী মোহাম্মদ শিহাব উদ্দিন, অধ্যাপক যাহেদুর রহমান জাহেদ, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন প্রমুখ। এর আগে সকাল ৯টায় নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেল হজ্বযাত্রীদের কল্যাণে প্রজেক্টরের মাধ্যমে হজ্ব প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয়। আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। ডা. সালেহ আহমেদ সুলেমানের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন। প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আগত মুহাম্মদ তানভীর হোসেন। বক্তব্য রাখেন অধ্যাপক যাহেদুর রহমান জাহেদ, আবু মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, মো. নাঈম মুফাজ্জল হায়দার, মু. ইদ্রিছ। মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা সিহাব উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসচ্ছল নারী উদ্যোক্তাদের মমতার অনুদান
পরবর্তী নিবন্ধজাতীয় আইনগত সহায়তা সংস্থা ক্ষতিগ্রস্ত পক্ষকে ১৩৫ কোটি টাকা আদায় করে দিয়েছে