পাহাড়তলী লোকোশেডে দুই ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলীতে ট্রেনের দুটি ইঞ্জিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার দুপুরের পাহাড়তলী এলাকায় রেলওয়ে লোকোশেডে এই ঘটনা ঘটে।
এ সময় পাহাড়তলী লোকোশেডে অবস্থানরত রেলওয়ের এক লোকোমাস্টার জানান, শুক্রবার দুপুরে পাহাড়তলী লোকোশেডে শান্টিং (লাইন পরিবর্তন) করার সময় সিগনাল না মেনে একসঙ্গে একই লাইনে দুটি ইঞ্জিন উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ঐ লোকোমাস্টার জানান, ৩০২০ সিরিজের ইঞ্জিনের পর ২৩৩৯ সিরিজের ইঞ্জিনটি শান্টিংয়ের কথা ছিল, কিন্তু সংকেত না মেনে ইঞ্জিন দুটি একই লাইনে ঢুকে পড়ে। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধমানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে : ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘মেইড ইন চিটাগাং’ নিয়ে প্রাণের মেলা