রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলীতে ট্রেনের দুটি ইঞ্জিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার দুপুরের পাহাড়তলী এলাকায় রেলওয়ে লোকোশেডে এই ঘটনা ঘটে।
এ সময় পাহাড়তলী লোকোশেডে অবস্থানরত রেলওয়ের এক লোকোমাস্টার জানান, শুক্রবার দুপুরে পাহাড়তলী লোকোশেডে শান্টিং (লাইন পরিবর্তন) করার সময় সিগনাল না মেনে একসঙ্গে একই লাইনে দুটি ইঞ্জিন উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ঐ লোকোমাস্টার জানান, ৩০২০ সিরিজের ইঞ্জিনের পর ২৩৩৯ সিরিজের ইঞ্জিনটি শান্টিংয়ের কথা ছিল, কিন্তু সংকেত না মেনে ইঞ্জিন দুটি একই লাইনে ঢুকে পড়ে। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে।