পাহাড়তলী থেকে রেলওয়ের চোরাই মালসহ আটক ২

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

পাহাড়তলী সেল ডিপো কলোনি থেকে রেলওয়ের চোরাই মালামালসহ দুই জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় সেল ডিপো কলোনি থেকে চোরাইকৃত রেলওয়ের প্রায় ৩০ হাজার টাকার মালামালসহ (যন্ত্রাংশ) মো. আকরাম আলী (৩৮) ও মো. বেলাল হোসেন (৪০) নামের দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
আটকদের বিরুদ্ধে রেলওয়ে সম্পত্তি অবৈধ দখল উদ্ধার আইনে আরএনবি পাহাড়তলী কারখানা চৌকিতে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আরএনবি পাহাড়তলী কারখানা চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক শিকদার। জানা যায়, আটক আসামি আকরাম দীর্ঘদিন যাবৎ রেলসম্পদ চুরির সাথে জড়িত। তার বিরুদ্ধে আরো ৭/৮টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিনে এসে সে পুনরায় চুরিতে হয় বলে জানান আরএনবি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ। তিনি জানান, এই মামলায় আরো তিনজন পলাতক আসামি রয়েছে। এদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
রেলওয়ে সম্পদ চুরি প্রতিরোধে পাহাড়তলী এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ টিম তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধত্যাগী ও পরীক্ষিত নেতারা উপেক্ষিত হওয়া অশনি সংকেত
পরবর্তী নিবন্ধঅস্ত্রের মুখে বাড়ি থেকে যুবককে অপহরণ!