পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৮ জুন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ডা. সরওয়ার জাহান জুলি। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোর ব্যাপক উন্নতি সাধন করেন। তারই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ভবনটি নির্মাণ করা হয়েছে।

সভাপতি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের ব্যাপক প্রসার ঘটেছে। তিনি শিক্ষায় নারীরা যাতে সমান সুযোগ পায় তা নিশ্চিতকরণে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জহুরুল আলম জসিম, ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার মোর্শেদ কচি, থানা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক এরশাদ মামুন, ডা. মেজবাহ উদ্দিন তুহিন। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. ওমর ফারুক সুমন, মো. আলী, কামাল উদ্দিন মিয়া, সহকারী প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ ইমরান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ফজলুল করিম।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধঈদে তিন গান নিয়ে আসছেন ফজলুর রহমান বাবু