নগরীর পাহাড়তলী বাজার এবং খাতুনগঞ্জ পাইকারি বাজারের চাল ও পেঁয়াজের আড়তে পৃথক দুটি অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এসময় ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেবেলবিহীন পণ্য বিক্রয়ের দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নগরীর কাট্টলী সার্কেলের এসিল্যান্ড হুছাইন মুহাম্মদ ও সহকারী কমিশনার শিফাত বিনতে আরা অভিযান দুটি পরিচালনা করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চাল ও পেঁয়াজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের বিশেষ এ অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ দৈনিক আজাদীকে বলেন, পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেবেলবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা জানান, তিনি খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের বিভিন্ন আড়তে মনিটরিং অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুললোকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয় বলেও জানান তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, বাজারে ন্যায্য মূল্য ও মানসম্মত পণ্য নিশ্চিতকরণে এই ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।











