নগরীর ৯নং পাহাড়তলী ওয়ার্ডে খাল-নালা পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন কাউন্সিলর জহুরুল আলম জসিম। গতকাল পাহাড়তলী থানা, ইস্পাহানী, পূর্ব ফিরোজশাহ, বঙ্গবন্ধু চত্বর এলাকায় পরিচ্ছন্নতা কাজের পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন শেষে সার্বিক তদারকি করেন সুপারভাইজার আহসান হাবীব। এসময় কাউন্সিলর জসিম বলেন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে জনগণকে সচেতন হতে হবে। ডোর টু ডোর ময়লা আর্বজনা সংগ্রহ করছে চসিকের পরিচ্ছন্ন কর্মীরা। তবুও নালা-নর্দমায় ড্রেনে প্রচুর পরিমাণে আর্বজনা ভরে যাচ্ছে। পরিচ্ছনকর্মীরা ময়লা নিয়ে যাওয়ার আগে ময়লা গুলো তাদের গাড়িতে তুলে না দিয়ে তারা চলে গেলে কিছু লোক ইচ্ছে করে কর্পোরেশনকে দায়ী করে। তিনি বলেন, এলাকাকে সৌন্দর্য ও পরিচ্ছন্নতা অভিযানের জন্য কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে নিরলসভাবে এবং তা অব্যাহত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।