নগরীর পাহাড়তলীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, মো. রহমত উল্লাহ (২৫) ও মো. আলাউদ্দীন (২৫)। পাহাড়তলী রেল স্টেশনের প্ল্যাটফর্মে সন্দেহজনক ঘোরাফেরার সময় এই দুইজনকে আটক করা হয়।
জানা যায়, আটককৃতরা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন পথে চট্টগ্রামে সরবরাহ করে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৪০ হাজার টাকা। মাদক সরবরাহের কাজে জড়িত তাদের সিন্ডিকেট হোতাদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়ের করেন। আটককৃতদের উদ্ধারকৃত গাঁজাসহ চট্টগ্রামের জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আর এন বি চীফ ইন্সপেক্টর সালামত উল্লাহ। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এসিস্ট্যন্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ জানান, আরএনবি সদস্যরা রেল সম্পদের পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে তৎপর। তারা প্রতিনিয়ত চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়িত্ব পালন করছেন।