নগরীর পাহাড়তলী এলাকায় এক হাজার ২৯০ পিস ইয়াবাসহ বাদশা মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প সংলগ্ন একটি গ্যারেজের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে জব্দ করা ইয়াবাগুলো সেখানে বিক্রির জন্য অবস্থান করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা(৪(১)২১) দায়ের করা হয়েছে বলে জানান ওসি। পুলিশ জানায়, গ্রেপ্তার বাদশা সাতকানিয়া উপজেলার ফজু সওদাগর বাড়ির মৃত আজিজুর রহমানের ছেলে।












