নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীস্থ পার্থসারথী গীতা শিক্ষা কেন্দ্রে গত ২১ জুলাই পাহাড়তলীস্থ বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান বাগীশিক পাহাড়তলী থানা সংসদ সভাপতি জুয়েল নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম–চট্টগ্রামের সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত এবং প্রধান বক্তা ছিলেন বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) উপদেষ্টা শিল্পী চৌধুরী। শিক্ষক অঞ্জন মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মমন্ত্র পাঠ করেন কুমার শানু শর্মা। বক্তব্য দেন বাগীশিক পাহাড়তলী থানা সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অর্জুন দেবনাথ, গীতা শিক্ষা কেন্দ্র পরিচালক রতন দেবনাথ, উপদেষ্টা দুলাল নাথ। অনুষ্ঠানে অতিথির ব্যক্তিগত উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শিবু প্রসাদ দত্ত বলেন, গীতা মানবজীবনের বড় সম্পদ। আধ্যাত্মিকভাবে মানবজীবনকে সমৃদ্ধ করতে গীতা শিক্ষার কোন বিকল্প নেই। শিশু–কিশোরদের আগামীর আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার অবদান অনস্বীকার্য। বিজ্ঞপ্তি।












