৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রামের পাহাড়তলীতে রেললাইন অবরোধ করেছেন প্রার্থীরা। গতকাল বিকাল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত দুইঘণ্টা পর্যন্ত রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন আন্দোলনরত বিসিএসের প্রার্থীরা। এসময় পাহাড়তলী স্টেশনসহ উভয় পাশের স্টেশন গুলোতে তিনটি ট্রেন আটকা পড়ে।
এ ব্যাপারে চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, পাহাড়তলী এলাকায় সন্ধ্যার দিকে বিসিএস–এর শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেছেন। চট্টগ্রাম স্টেশন থেকে মেঘনা ছাড়া অন্যান্য সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তবে পাহাড়তলী, ফৌজদারহাট, ভাটিয়ারি এলাকায় সাগরিকা, কর্ণফুলী ও মেঘনা আটকা ছিল। এই ব্যাপারে পাহাড়তলী রেল স্টেশনের মাস্টার সৈকত দেবনাথ আজাদীকে জানান, বিসিএস শিক্ষার্থীরা পাহাড়তলী এলাকায় বিকাল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে তারা রেল স্টেশনের কাছে আসেননি। স্টেশনের অনেক দূরে রেল লাইন অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে সাগরিকা এঙপ্রেস ফৌজদারহাটে, মেঘনা এঙপ্রেস পাহাড়তলীতে এবং কর্ণফুলী এঙপ্রেস ভাটিয়ারিতে আটকা ছিল। তিনি বলেন, আমি তখন একটি ট্রায়াল ইঞ্জিন চালাচ্ছিলাম। তখন বিক্ষোভকারী ছাত্ররা আমাকে ফোন করে ইঞ্জিন কেন চালাচ্ছি জিজ্ঞেস করেছেন।
ওই সময় মেঘনা এঙপ্রেস পাহাড়তলী স্টেশনে দেড় ঘণ্টা আটকা ছিল। সেটা ৭টা ১৫ মিনিটে পাহাড়তলী থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এঙপ্রেস ফৌজদারহাটে ৫০ মিনিট আটকা ছিল। সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এঙপ্রেস ভাটিয়ারিতে ৩০ মিনিট আটকা ছিল। এটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে।












