মমতা পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের উদ্যোগে ওয়ার্ড প্রাইমারী হেলথ কেয়ার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয় সভা সম্প্রতি ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর ও ওয়ার্ড কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মোহাম্মদ ওয়াসিম উদ্দিন চৌধুরী। তিনি প্রকল্পের কর্ম এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানসহ সমন্বিত মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে সার্বিক পরিস্থিতি বিষয়ে অবহিত করেন। নগরের বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর নিকট খুব সহজে স্বাস্থ্য সেবা প্রদানসহ সেবা প্রাপ্তিতে সহজলভ্য হওয়ায় এই প্রকল্পের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে পরামর্শ ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে তার সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এসময় মমতার আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের ম্যানেজার, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।