পাহাড়তলীতে ভরাট করা হচ্ছে শতবর্ষী পুকুর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাট করে ফেলা হচ্ছে। প্রায় এক কানি আয়তনের পুকুরটির একটি বড় অংশ ইতোমধ্যে ভরাট করে ফেলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিকট দফায় দফায় অভিযোগ দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, নগরীর ১২ নম্বর সরাইপড়া ওয়ার্ডের আওতাধীন দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপাড়ার হাজী আবদুল গনি রোডের পাশে ২০ গন্ডা আয়তনের পুকুরটির ভরাট কার্যক্রম শুরু হয় বেশ কিছুদিন আগে। স্থানীয় একটি ভূমিদস্যুচক্র চারদিকে টিনের ঘেরা দিয়ে রাতের বেলায় পুকুর ভরাটের কার্যক্রম চালায়। পরবর্তীতে প্রকাশ্যে দিনের বেলায় ট্রাক বোঝাই করে মাটি এনে পুকুর ভরাট করা হয়েছে। ইতোমধ্যে পুকুরটির বেশির ভাগ অংশ ভরাট করা হয়। বাকি অংশও ভরাটের তোড়জোড় চলছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন কয়েকজন। কয়েকজনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর এবং থানা পুলিশকে পুকুর ভরাটের বিষয়টি লিখিতভাবে জানানো হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের তিন মামলা, গয়েশ্বরও আসামি
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে ‘দুর্দশাগ্রস্ত’ দেশ জিম্বাবুয়ে, সুখী সুইজারল্যান্ড