নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গেটের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জাল নোটসহ মো. ইমন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটক ইমনের কাছ থেকে ১০টি ১০০০ টাকার জালনোট উদ্ধার করি আমরা। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে জাল টাকা সংগ্রহকারী ও সরবরাহ দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। বিভিন্ন উৎস থেকে জালনোট সংগ্রহ করে তা সাধারণ লোকজনের নিকট আসল নোট বলে চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।