পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:৫১ অপরাহ্ণ

নগরের পাহাড়তলীতে পাঁচতলা ছাদ থেকে পড়ে মো. আরমান (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) সকালে পাহাড়তলী থানার গ্রীন ভিউ আবাসিক ৯ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ওই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু