পাহাড়তলীতে গাড়ি থামিয়ে চাঁদাবাজি

গ্রেপ্তার যুবক কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে গাড়ি থামিয়ে চাঁদাবাজির সময় মো. ফারুক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে তাকে পাহাড়তলী বিটাক মোড়ের সফি মোটরসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার ফারুক নগরের আকবরশাহ থানার পাক্কার মাথা লতিফপুর এলাকার আবদুল রউফের ছেলে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান ইমাম জানান, ‘বিটাক এলাকায় অবস্থান করা প্রাইম মুভারের চালকের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে ফারুক নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকায় অবস্থান করা পণ্যবাহী গাড়ির চালকদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করতো। পণ্যবাহী গাড়ি থেকে চাাঁদাবাজিতে একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিত সে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাঁদা উত্তোলনের নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তার কয়েকজন সহযোগী চাঁদাবাজ পালিয়ে গেছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্য চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনিয়ন্ত্রিত চীনা রকেটের সম্ভাব্য গন্তব্য সমুদ্র
পরবর্তী নিবন্ধইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা