পাহাড়তলীতে কাউছার খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

সম্পত্তি নিয়ে সৎ ভাই বোনদের সাথে বিরোধ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ মে, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সম্পত্তি বিরোধে সৎ ভাইদের হাতে পাহাড়তলীতে খুন হয়েছেন মো. কাউছার (৪৫)। গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে সংঘটিত এ খুনের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ খুনের ঘটনায় গতকাল (শুক্রবার) রাতে নিহতের ভাই মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে গ্রেপ্তার ৩ জনসহ ৫জনকে এজাহারনামীয়সহ অন্য ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া আসামিরা হলো, ঘটনার মূল হোতা সাজ্জাদ, রকিবুল ও শওকত। গত ২৯ এপ্রিল দিবাগত রাতে পাহাড়তলী থানার অদূরে দুলালাবাদ কাজী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. কাউছার ওই এলাকার মা. জমিরের ছেলে। পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম দৈনিক আজাদীকে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কয়েকজন মিলে কাউছারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মহিউদ্দিন উজ্জ্বল বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় আমরা ৩ জনকে গ্রেপ্তার করেছি। আরও একজনকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওসি জানান, কাউছারের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে তার সৎ ভাই-বোনদের বিরোধ আছে। বৃহস্পতিবার সকালেও কাউছারের সঙ্গে তার সৎ ভাই সাজ্জাদের ঝগড়া হয়। এর জেরে কাউছারকে খুন করা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুতে আলাদা হলো সেই যুগল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় উপবৃত্তি বঞ্চিত হচ্ছে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪শ শিক্ষার্থী